গ্রামীণ অর্থনীতির পুনরুজ্জীবন

প্রথম আলো সম্পাদকীয় প্রকাশিত: ০৬ ডিসেম্বর ২০২০, ১০:৫৯

কোভিড-১৯ মোকাবিলা এবং টেকসই ও অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক পুনরুদ্ধারে সরকারের দেওয়া প্রণোদনা প্যাকেজ নিয়ে আয়োজিত দ্বিতীয় আলোচনা সভা হয় গত বৃহস্পতিবার। এ ধরনের আলোচনায় নীতিনির্ধারকদের পাশাপাশি অংশীজন ও বিশেষজ্ঞরাও উপস্থিত থাকেন। এর মাধ্যমে অপর মত জানা যায়। ওই দিনের আলোচনার প্রতিপাদ্য ছিল ‘কর্মসৃজন ও গ্রামীণ অর্থনীতির পুনরুজ্জীবন’।

বক্তাদের কথায় উঠে এসেছে, বাংলাদেশ মানে শুধু শহরাঞ্চল নয়। এখনো সিংহভাগ মানুষ গ্রামে বাস করে। গ্রামের অর্থনীতি চাঙা করা এবং কর্মসংস্থান বাড়ানোর প্রতিই সরকারকে অধিক মনোযোগী হতে হবে। এ কথা ঠিক যে করোনাকালে শহর ও গ্রামাঞ্চল উভয়ের অর্থনীতি ও জনজীবন ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে গ্রামাঞ্চলের ছোট ছোট শিল্পকারখানা বন্ধ হয়ে যাওয়ায় উদ্যোক্তারা বিপাকে পড়েছেন। এ অবস্থায় গ্রামাঞ্চলের অর্থনীতির চাকা সচল রাখতে সরকার যে প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছিল, তা ছিল বাস্তবমুখী পদক্ষেপ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও