কাতারের রাজধানী দোহায় আবদুল্লাহ বিন নাসের খলিফা স্টেডিয়ামে বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচে বাংলাদেশকে ৫-০ গোলে বিধ্বস্ত করেছে স্বাগতিকরা। সে ম্যাচে সামাজিক দূরত্ব মেনে মাঠে প্রায় ২ হাজার দর্শক উপস্থিত ছিলেন। ম্যাচ চলাকালীন হঠাৎ করেই কিছুক্ষণের জন্য ভিআইপি গ্যালারিতে আটকে যায় টিভি ক্যামেরার চোখ। স্থির থাকে একটি চেহারার ওপর। তিনি আর কেউ নন। স্পেনের বিশ্বকাপজয়ী তারকা জাভি হার্নান্দেজ।
২০১৫ সাল থেকে কাতার যেন সাবেক বার্সেলোনা অধিনায়কের ‘দ্বিতীয় বাড়ি’। বার্সা ছাড়ার পর ক্যারিয়ারের শেষ কয়েকটা বছর তিনি খেলেছেন কাতারের ক্লাব আল সা’দে। ২০১৯ সাল থেকে এই ক্লাবেরই কোচের দায়িত্ব পালন করছেন তিনি। বাংলাদেশের বিপক্ষে জাভির ক্লাবের বেশ কজন ফুটবলার খেলেছেন। এমনকি এ ম্যাচে জোড়া গোল করা আকরাম আফিফও সেই ক্লাবেরই একজন তরুণ খেলোয়াড়।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.