হাম-রুবেলা টিকাদান কর্মসূচির তারিখ পেছাল
দেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির তারিখ পিছিয়েছে। আগামী ১২ থেকে ১৮ ডিসেম্বর নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে। আগামীকাল থেকে এই কর্মসূচি শুরু হওয়ার কথা ছিল।
শুক্রবার সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. আক্কাস আলী শেখ এই তথ্য জানিয়েছেন। খবর বাসসের। এর আগে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, হাম নির্মূল ও রুবেলা নিয়ন্ত্রণ কার্যক্রমের অংশ হিসেবে ক্যাম্পেইন চলাকালে সারাদেশে নয় মাস থেকে ১০ বছরের নিচের প্রায় তিন কোটি ৪০ লাখ শিশুকে এক ডোজ এমআর টিকা প্রদান করা হবে। চলমান কোভিড-১৯ বৈশ্বিক মহামারি বিবেচনা করে দেশে বিদ্যমান শারীরিক দূরত্ব বজায় রাখা, মাস্ক পরিধান করা, হাঁচি-কাশির শিষ্টাচার পালন ও সঠিক পদ্ধতিতে হাত ধোয়া ইত্যাদি স্বাস্থ্য সুরক্ষামূলক নিয়মাবলী যথাযথ প্রতিপালন সাপেক্ষে ক্যাম্পেইনটি পরিচালিত হবে।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১০ মাস আগে
১০ মাস আগে
১০ মাস আগে
১০ মাস, ১ সপ্তাহ আগে