সুনামগঞ্জে আমনের ফলন ভালো হলেও চারবারের বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষক
সুনামগঞ্জ জেলায় চলতি বছর চার দফা বন্যার পরও এবার আমনের আশানুরূপ ফলন হয়েছে। এখন বিভিন্ন এলাকায় পাকা ধান কাটছেন কৃষকরা। তবে বন্যার কারণে লক্ষ্যমাত্রা অনুযায়ী এবার আমন চাষ করা সম্ভব হয়নি। বন্যার কারণে বারবার চাষ করে আর্থিক ক্ষতির মুখে আছেন কৃষকরা।
অন্যদিকে কৃষি বিভাগ জানিয়েছে, আমনের জাতীয় গড় ফলনের ছাড়িয়ে সুনামগঞ্জে ফলন হচ্ছে হেক্টর প্রতি ৩.১১। আমনের জাতীয় গড় ফলন নির্ধারিত হয়েছে হেক্টর প্রতি ২.৭৯ টন।