সরকার ‘দুয়ারে’ যেতেই স্বাস্থ্যসাথী কার্ড পেলেন মমতা বন্দ্যোপাধ্যায়ও

আনন্দবাজার (ভারত) কলকাতা প্রকাশিত: ০১ ডিসেম্বর ২০২০, ১৭:৫৭

অদ্ভুত সমাপতন ছাড়া আর কী-ই বা বলা যায় একে?

রাজ্য-সহ কলকাতায় ‘দুয়ারে দুয়ারে সরকার’ প্রকল্পের সূচনা হয়ে গেল আজ, মঙ্গলবার থেকে। প্রথম দিনেই স্বাস্থ্যসাথী কার্ড পেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতা পুরসভার প্রশাসকমণ্ডলীর চেয়ারম্যান ফিরহাদ হাকিম মমতার হাতে স্বাস্থ্যসাথী কার্ড তুলে দেন। ভাবছেন, তা হলে কী খোদ রাজ্যের মু্খ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্যসাথী কার্ড পেতে আবেদন করেছিলেন? না, তিনি এ রাজ্যের মুখ্যমন্ত্রী নন, ১০৬ নম্বর ওয়ার্ডের হালতুর বাসিন্দা মমতা বন্দ্যোপাধ্যায়। বয়স সত্তোরের কাছাকাছি। ঘটনাচক্রে প্রকল্পের রূপকার মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘নেমসেক’ মমতা ১০৬ নম্বর ওয়ার্ড থেকে প্রথম পেলেন স্বাস্থ্যসাথী কার্ডটি।

স্বামী ছিলেন রিকশা চালক। মারা যাওয়ার পর অর্থকষ্টে ভুগছিলেন তিনি। ছেলের চায়ের দোকান। হালতু পূর্বাচলের বাসিন্দা চিকিৎসার খরচ সামলাতে হিমশিম খাচ্ছিলেন মমতা। সরকারি অফিসারেরা বাড়ির কাছে শিবির করেছেন শুনে এ দিন সেখানে পৌঁছন। সঙ্গে সঙ্গে স্বাস্থ্যসাথী কার্ড-এর মাধ্যমে ৫ লক্ষ টাকা বিমার সুবিধা পেয়ে তিনি খুশি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও