আজ ৩০ শে নভেম্বর, আয়কর দিবস। ২০০৭ সাল থেকে দিনটি বাংলাদেশে জাতীয়ভাবে পালিত হয়ে আসছে। একটি দেশের উন্নতি অনেকাংশে নির্ভর করে আয়কর গ্রহণ করার ওপর। সেক্ষেত্রে আমাদের দেশে অনেক ব্যতয় আছে।
দেশে থাকাকালীন আমি একজন ক্ষুদ্র ব্যবসায়ী হিসাবে এই শব্দটার সঙ্গে পরিচিত ছিলাম। রাষ্ট্রের প্রতি নাগরিকের আনুগত্য প্রকাশের মাধ্যম হচ্ছে কর প্রদান করা। কিন্তু আয়কর দিতে গিয়ে মুখোমুখি হতে হয়েছে নানাবিধ তিক্ত অভিজ্ঞতার। এই কথাগুলোর সঙ্গে বেশি পরিচিত হয়েছি; এত টাকা কর দেবেন কেন? আমাদের হাতে ছেড়ে দিন, আমরা অনেক কমিয়ে দেব।
বিনিময়ে আমাদের একটা অংশ দিতে হবে। এ রকম হয়রানির কারণে আমরা কর প্রদানে উৎসাহ হারিয়ে ফেলতাম। দেশে ২০০৭ সালের পর বহু সভা সেমিনার রাষ্ট্রীয় কারসাজি ইত্যাদি দেখতে দেখতে এতগুলো বছর যাওয়ার পরেও স্বচ্ছভাবে কর আদায়ের একটা সুন্দর পথ আমরা দেখতে পাইনি। অবাক করার বিষয় হলো প্রতিবছর যাদের নাম শ্রেষ্ঠ কর-দাতাদের সারিতে উঠে আসে তারা দেশের ধনীর তালিকায় থাকে না।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.