গফরগাঁওয়ে স্বাস্থ্য সহকারীদের অনির্দিষ্টকালের কর্মবিরতি
গ্রেড উন্নীত করা, নিয়োগবিধি সংশোধনসহ বেতন বৈষম্য নিরসনের দাবিতে সারাদেশের মতো অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করেছে গরগাঁওয়ের স্বাস্থ্য সহকারীরা। শনিবার সকাল ১০টায় গফরগাঁও উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে অনুষ্ঠিত এ কর্মসূচিতে অংশ নেন ৮৬ জন স্বাস্থ্য সহকারী।
এসময় স্বাস্থ্য পরিদর্শক-১১, সহকারী স্বাস্থ্য পরিদর্শক-১২ ও স্বাস্থ্য সহকারীদের ১৩ তম গ্রেডে উন্নীত করার দাবি জানান তারা।