ফুটবলের বরপূত্র দিয়াগো ম্যারাডোনার মৃত্যুতে শুধু ফুটবল নয়, বিশ্বজুড়ে সব ক্রীড়াঙ্গনেই পড়েছে শোকের ছায়া। ৮৬ সালের বিশ্বকাপজয়ী আর্জেন্টিনার এ কিংবদন্তি বুধবার বুয়েনস আয়ার্সে তার নিজ বাড়িতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন। মাঠ ও মাঠের বাইরে সবসময় বিতর্কের জালে আটকে ছিলেন ম্যারাডোনা। জাদুকরী ফুটবলার তার কথাতেও জাদু ছড়াতেন। তিনি ছিলেন বেশ বাকপটু। তার বেশ কিছু উক্তি ফুটবলভক্তদের হৃদয়ে এখনও নাড়া দেয়।
১. ‘আমি ম্যারাডোনা। যে গোল করে, ভুলও করে। আমি এগুলো সবই বয়ে বেড়াতে পারি। সবার সঙ্গে লড়াই করার মতো বিশাল এক কাঁধ রয়েছে আমার।’
২. ‘পেলে এবং আমার মধ্যে কে সেরা তা নিয়ে কোনো বিতর্ক থাকবে না। সবাই আমার কথাই বলবে।’
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.