একজনের সৃজনশীল লেখা সহজেই অন্যজন কপিরাইট করে নিজের নামে চালিয়ে দিচ্ছেন। এতে প্রকৃত লেখক, শিল্পী ও মেধাবীরা মূল্যায়ন পাচ্ছেন না। অন্যদিকে তরুণ প্রজন্মের অনেকেই স্মার্টফোন, ল্যাপটপ কিংবা কম্পিউটার ব্যবহার করে পর্নোগ্রাফিতে আসক্ত হয়ে পড়ছেন। তাই কপিরাইট লঙ্ঘন ও পর্নোগ্রাফি রোধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে সংসদীয় কমিটি।
আজ বুধবার (২৫ নভেম্বর) একাদশ জাতীয় সংসদের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বাদশ বৈঠকে এ সুপারিশ করা হয়।
কপিরাইট লঙ্ঘন ও পর্নোগ্রাফি রোধকল্পে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নিতে এবং উপজেলা পর্যায়ে শিল্পকলা একাডেমির অবকাঠামো স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মাধ্যমে নির্মাণের লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সুপারিশ করেছে সংসদীয় কমিটি।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.