মিশা-জায়েদে অতিষ্ঠ, পদত্যাগ চান বঞ্চিত শিল্পীরা
সম্প্রতি প্রযোজক সমিতি ভেঙে যাওয়ায় মিশা জায়েদের ক্ষমতার উৎস নিয়ে চিন্তা করছে চলচ্চিত্র সংশ্লিষ্ট মহল। পরিচালক সমিতির নেতৃবৃন্দসহ জায়েদ খানের কর্মকাণ্ডে অনেকেই বিরক্ত প্রকাশ করে গণমাধ্যমে বক্তব্য দিয়েছেন। এরইমধ্যে আজ বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে বঞ্চিত শিল্পীরা। মানববন্ধনে জায়েদ খানকে চলচ্চিত্র থেকে স্থায়ীভাবে বহিস্কার করে সুস্থধারার চলচ্চিত্র রক্ষার দাবি জানিয়েছেন বক্তারা।
আজবুধ্নবার বেলা ১১টার দিকে এই মানববন্ধনে অংশ নেন জাভেদ পাটোয়ারি, সাদিয়া মির্জা, বেবি, পারভীন, ডেঞ্জার নাসিম, লিটনসহ বেশ কয়েকজন চলচ্চিত্র শিল্পী। এদের বেশিরভাগই শিল্পী সমিতির সদস্যপদ হারানো সদস্য। এদের সকলেরই দাবি, পদ ফিরিয়ে দিতে হবে এবং বর্তামান কমিটির প্রধান মিশা ও জায়েদকে পদত্যাগ করতে হবে।