দিদিমা থেকে আধুনিকা, রূপচর্চায় ভরসা বেসনেই! দেখে নিন ৫টি ফেসপ্যাক
আজ থেকে বেশ কয়েক বছর আগে, তখন না ছিল ফেশওয়াশের ধুম, না সাবান কিংবা বডিওয়াশ। কিন্তু তাইবলে রূপচর্চায় কোনও খামতি ছিল না। ফেসিয়াল, ব্লিচ এসব না থাকলেও রূপচর্চা হত সম্পূর্ণ প্রাকৃতিক উপকরণে। কাঁচা দুধ, দুধের সর, কাঁচা হলুগ, বেসন এসবই ছিল ভরসা। সারাবছর বাড়ির তৈরি দই আর বেসনের ফেসপ্যাক বানিয়েই মুখে মাখতেন তাঁরা। বিয়ের আগে হবু কনেদের মাখানো হত কাঁচা দুধ আর হলুদ। ঠাকুরবাড়ির বিভিন্ন গল্পেও উল্লেখ রয়েছে ঘরোয়া এই রূপচর্চার। দুধ, মধু, বেসন দিয়ে রূপচর্চার চল এখনও রয়েছে। বরং আগের থেকে তা অনেক বেশি। সবাই কেমিক্যাল ছেড়ে প্রাকৃতিক উপায়েই রূপচর্চা পছন্দ করছেন। দাগ ছোপ তুলে ত্বক উজ্জ্বল করতে বেসনের কোনও জুড়ি নেই। শুরু হয়েছে বিয়ের মরশুম। এছাড়াও শীত মানেই পার্টি অনুষ্ঠান। দেখে নিন বেসন দিয়ে তৈরি কয়েকটি ফেসপ্যাকের রেসিপি।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.