জাপানের সংস্থার সঙ্গে চট্টগ্রাম চেম্বারের চুক্তি স্বাক্ষর
জাপানের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্কোন্নয়ন ও দেশের বেসরকারি খাতে বিনিয়োগ বাড়াতে জাপান এক্সটার্নাল ট্রেড অরগানাইজেশনের (জেটরো) সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে চট্টগ্রাম চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (সিসিসিআই)।
রোববার (২২ নভেম্বর) দুপুর আড়াইটায় চট্টগ্রামের আগ্রাবাদে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের বঙ্গবন্ধু কনফারেন্স হলে চেম্বার সভাপতি মাহবুবুল আলম ও জেটরোর প্রতিনিধি ও জাপান-বাংলাদেশ চেম্বারের ইউজি অ্যান্ডো চুক্তিপত্রে স্বাক্ষর করেন।
বাণিজ্যিক সম্পর্কের রোডম্যাপ প্রণয়নে ‘জাপান-বাংলাদেশের বন্ধুত্বের ৫০ বছর পূর্তি : আগামী এক দশকের পরিকল্পনা’ শীর্ষক যৌথ প্রকল্পের আওতায় এ সমঝোতা স্বাক্ষরিত হয়েছে। চুক্তি অনুযায়ী চট্টগ্রাম চেম্বার, জাপান এক্সটার্নাল ট্রেড অরগানাইজেশন (জেটরো) এবং জাপান-বাংলাদেশ চেম্বার আগামী ১০ বছরের জন্য গবেষণা ও উন্নয়ন নিয়ে কাজ করবে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.