You have reached your daily news limit

Please log in to continue


যেভাবে বিনা মূল্যে নেটফ্লিক্স ব্যবহার করা যাবে

এবার নেটফ্লিক্স ব্যবহারকারীদের জন্য দারুণ খবর। ভারতীয় নেটফ্লিক্স ব্যবহারকারীদের জন্য একটি বিশেষ অফার নিয়ে আসতে চলেছে জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং মিডিয়া নেটফ্লিক্স। এই প্রতিষ্ঠানটি আসছে ৫-৬ ডিসেম্বর একটি স্ট্রিমফেস্টের আয়োজন করেছে। ভারতে এই দু-দিনের জন্য বিনা মূল্যে সেবা দেবে নেটফ্লিএক্স। এই দু-দিন যেসব গ্রাহকদের নেটফ্লিক্সের সাবস্ক্রিপশন নেই তারাও দেখতে পাবেন সব কনটেন্ট। দুদিনের এই ফ্রি ট্রায়াল সংস্থাটি নিজের প্রচার বাড়ানোর জন্য করছে। প্রতিষ্ঠানটি এই স্ট্রিমফেস্টের মাধ্যমে ভারতের মতো বড় বাজারে আরও নতুন গ্রাহক যুক্ত করতে চায়। ভারতে Amazon Prime, Disney+Hotstar, Zee5 ইত্যাদি OTT (ওভার দ্য টপ) প্ল্যাটফর্মের সঙ্গে প্রতিযোগিতা নেটফ্লিক্সের। এমন পরিস্থিতিতে কোম্পানি নিজের ব্যবহারকারীর সংখ্যা বাড়ানোর জন্য স্ট্রিমফেস্টের ব্যবস্থা করছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন