কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

বাংলা শান্তির, ছটে বার্তা মমতার

আনন্দবাজার (ভারত) কলকাতা প্রকাশিত: ২১ নভেম্বর ২০২০, ০৬:০৬

ছট পুজোর পরিসরে ফের হিংসা এবং দাঙ্গামুক্ত দেশ গড়ার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গেই জানিয়ে দিলেন, এ রাজ্যে সব প্রদেশের মানুষ শান্তিতে আছেন।

ছট উপলক্ষে শুক্রবার দইঘাটের উৎসব-মঞ্চে তিনি বলেন, ‘‘প্রার্থনা করি, করোনা বিদায় নিক। দেশ থেকে হিংসা, দাঙ্গাও বিদায় নিক। বাংলায় সব প্রদেশের মানুষ শান্তিতে আছেন। এটা রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব।’’ এই মন্তব্যে মমতা কারও নাম না করলেও হিংসা এবং দাঙ্গার প্রশ্নে তিনি বিজেপি-কেই নিশানা করেছেন বলে রাজনৈতিক পর্যবেক্ষকদের ধারণা। বিধানসভা ভোটের আগে রাজ্যে বিজেপির নির্বাচনী প্রস্তুতি দেখভাল করতে আসছেন কেন্দ্রীয় ও ভিন্ রাজ্যের নেতারা। তাঁদের কারও নাম না করেই এ দিন মুখ্যমন্ত্রীর আরও মন্তব্য, ‘‘ভোটের সময় এলে বাইরের কিছু নেতার আনাগোনা শুরু হয়! আমরা কিন্তু সারা বছর মানুষের পাশে থাকি।’’ যদিও হিংসা প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের পাল্টা বক্তব্য, ‘‘মুখ্যমন্ত্রী কার কথা বলেছেন, জানি না। কিন্তু পশ্চিমবঙ্গেই সব চেয়ে বেশি দাঙ্গা হয়। কালিয়াচক, ধূলাগড়, বাদুড়িয়া, বসিরহাট, আসানসোলে যে দাঙ্গা হয়েছে, তা উনি কী ভাবে লুকোবেন?’’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও