শাহজাদপুরে ৪ জেএমবি সদস্যের আত্মসমর্পণ
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার উকিলপাড়া এলাকায় জঙ্গি আস্তানা থেকে চার জেএমবি সদস্য আত্মসমর্পণ করেছে। এসময় দুটি পিস্তল, বোমা তৈরির সরঞ্জাম ও জিহাদি বইসহ প্রশিক্ষণের নানা সামগ্রী উদ্ধার করা হয়েছে।
আত্মসমর্পণ করা জঙ্গিরা হলেন, জেএমবি পাবনা-সিরাজগঞ্জ অঞ্চলের সেকেন্ড-ইন-কমান্ড কিরণ ওরফে শামীম ওরফে হামীম, পাবনার সাঁথিয়ার নাঈমুল ইসলাম, দিনাজপুরের আতিউর রহমান ওরফে কলম সৈনিক ও সাতক্ষীরার আমিনুল ইসলাম ওরফে শান্ত।
আজ শুক্রবার (২০ নভেম্বর) ভোর ৫টা থেকে জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়িটিতে অভিযান শুরু করে র্যাব। সকাল সাড়ে ১০টার দিকে জেএমবির চার সদস্য আত্মসমর্পণ করে। বেলা সাড়ে ১১টার দিকে অভিযান শেষ হয়।
প্রেস ব্রিফিংয়ে র্যাব সদর দফতরের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশনস) কর্নেল মোস্তফা এসব তথ্য জানান। এসময় আইন ও গণমাধ্যম বিষয়ক কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহসহ উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।