নভেম্বরের গোড়ায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ঘুরে যাওয়ার পরে এ বার বাঁকুড়া যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর এই সফর অবশ্য কিছুটা সরকারি। সেই সঙ্গে রাজনৈতিক সভা করার কথাও রয়েছে মুখ্যমন্ত্রীর। সব কিছু ঠিক থাকলে মুখ্যমন্ত্রী প্রথমে যাবেন খাতড়ায়। ২৩ নভেম্বর সেখানে প্রশাসনিক বৈঠক। পর দিন প্রকল্পের উদ্বোধন ও সুবিধা বণ্টনের কর্মসূচি। তার পর ২৫ নভেম্বর বাঁকুড়া শহরে রাজনৈতিক সভা করার কথা তাঁর।
নবান্ন সূত্রে খবর, মুখ্যমন্ত্রীর বাঁকুড়া সফর বহু আগেই ঠিক করা। উৎসবের মরসুম শেষ হওয়ার পরেই তাঁর এই সফর নির্ধারিত করা ছিল। তবে রাজনৈতিক মহলের বিচারে শাহ বাঁকুড়ায় আদিবাসী পরিবারে খাওয়া দাওয়া করে যাওয়ার পরে মুখ্যমন্ত্রী প্রথমেই আদিবাসী অধ্যুষিত অঞ্চলে রাজ্য প্রশাসনকে নিয়ে হাজির করছেন। তৃণমূলের এক শীর্ষ নেতার মন্তব্য,
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.