থাইল্যান্ডের পার্লামেন্টে সংবিধান সংশোধনে ভোট অনুষ্ঠিত
বিক্ষোভের মুখে থাইল্যান্ডে সংবিধান পরিবর্তনের প্রশ্নে পার্লামেন্টে ভোট দিয়েছেন আইনপ্রণেতারা।
বুধবার পার্লামেন্টে এ ভোট হয়। তবে বেশিরভাগ এমপি’ই বিক্ষোভকারীদের দাবির বিপক্ষে অবস্থান নেওয়ায় রাজধানী ব্যাংকক আবার বিক্ষুব্ধ হয়ে ওঠার আশঙ্কা করা হচ্ছে।
মঙ্গলবার সংবিধান সংশোধনের কয়েকটি প্রস্তাব নিয়ে এমপি’দের আলোচনা চলার মাঝেই পার্লামেন্টের বাইরে বিক্ষোভকারীদের সহিংস বিক্ষোভের পর এই ভোট হল।
বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রী সাবেক জেনারেল প্রায়ুথ চান-ওচাকে ক্ষমতা থেকে সরানো এবং রাজতন্ত্রের প্রভাব কমাতে সংবিধান সংশোধন চায়।