দিগন্তজোড়া সবুজ-শ্যামল বিস্তীর্ণ বিল। বিলের একপ্রান্তে কয়েকটি কুঁড়েঘর। এ কুঁড়েঘর নিয়ে গড়ে উঠেছে অলোকাপুরি। অলোকাপুরি একটি স্বেচ্ছাসেবী মহিলা সমিতি। সব বাধা-বিপত্তি এড়িয়ে গ্রামীণ জনপদে নারীদের আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তোলার লক্ষে অবিরাম কাজ করছে সংগঠনটি।
নড়াইল ও যশোর জেলার সীমান্তবর্তী ১১টি গ্রাম নিয়ে এগারখান। হিন্দু অধ্যুষিত এলাকার সংগঠনটি শনিবার দিনব্যাপী সমবায়ী আড্ডার আয়োজন করে। সমবায়ী আড্ডার নামে দেওয়া হয় নারীদের প্রশিক্ষণ। প্রায় ৫০ জন নারী সদস্য এ আড্ডায় অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের মনোসংযোগসহ উজ্জীবিত রাখতে প্রশিক্ষক মাঝেমধ্যে মজার মজার শিক্ষণীয় ম্যাজিক, উন্নয়নের গল্প, কবিতা শোনান।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.