বিমানের টিকিট ব্লক করা হতো, স্বীকার করলেন প্রতিমন্ত্রী

জাগো নিউজ ২৪ জাতীয় সংসদ ভবন প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২০, ২১:১৮

গত বছরের মার্চের আগে বিমানের টিকিট ব্লক করা হতো-এ কথা স্বীকার করেছেন বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী।

মঙ্গলবার (১৭ নভেম্বর) জাতীয় সংসদে তিনি বলেন, এর আগে আমরা বিভিন্ন অভিযোগ পেতাম, ‘বিমানের টিকিট পাওয়া যাচ্ছে না অথচ বিমান ফাঁকা যাচ্ছে’.. এমন অভিযোগের ভিত্তিতে এবং প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা এটি তদন্ত করেছি। মনিটরিং করেছি...এটি অসত্য ছিল না, কোনো কোনো অসৎকর্মী টিকিট ব্লক করে রাখতো। প্রতিমন্ত্রী বলেন, এটি আমরা এক্সটেনসিভ স্টাডি করেছি, তারপরে আমরা সার্ভিস সেন্টারগুলো তদন্ত করে দেখেছি কিছু কিছু সেন্টারে টিকিট ব্লক করা হতো। আমরা এর সঙ্গে যারা জড়িত তাদের শাস্তির ব্যবস্থা করেছি। সব টিকিট যাতে ওপেন থাকে তার ব্যবস্থা নিয়েছি। চলতি বছরের মার্চ থেকে বিমানের কোন টিকিট ব্লক করার উপায় নেই, এমনকি মন্ত্রীর জন্য বা ভিআইপিদের জন্যও টিকিট ব্লক করার কোন উপায় নেই। সে জন্য মার্চ থেকে বিমানের সব সিটে যাত্রী পরিবহন করা হচ্ছে। বিমান ভর্তি হয়ে যাচ্ছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও