বাংলাদেশের একজন খ্যাতনামা কণ্ঠশিল্পী রুনা লায়লা। যিনি বাংলাদেশে চলচ্চিত্র, পপ ও আধুনিক সংগীতের জন্য বিখ্যাত। বাংলাদেশ স্বাধীন হওয়ার আগে থেকেই তিনি চলচ্চিত্রের গায়িকা হিসাবে কাজ শুরু করেন। বাংলাদেশ ছাড়াও ভারতীয় এবং পাকিস্তানী চলচ্চিত্রের অনেক গানে তিনি কণ্ঠ দিয়েছেন।
উপমহাদেশের বরেণ্য সংগীতশিল্পী ও সুরকার রুনা লায়লা’র ৬৮তম জন্মদিন আজ। ১৯৫২ সালের ১৭ নভেম্বর সিলেটে জন্মগ্রহণ করেন এই গায়িকা। প্রতিবার দিনটি সাধারণত বিশেষ আয়োজনের মধ্য দিয়েই উদযাপিত হয়। কিন্তু এবার করোনা পরিস্থিতি বিবেচনা করে জন্মদিনকে ঘিরে কোনো আয়োজনই থাকছে না।
কণ্ঠশিল্পী রুনা লায়লার শিল্পী হয় ওঠার পেছনেও রয়েছে এক মজার ঘটনা।
আসলে কিংবদন্তি এই গায়িকার গান নয়, চার বছর বয়সে মূল আগ্রহ ছিল নাচে। সেই বয়সেই নাচ শিখতেন রুনা লায়লা, গানের প্রতি তেমন কোনো আগ্রহ বা ভালোবাসা গড়ে ওঠেনি তখনো। বড় বোন দীনা লায়লাকে গান শেখাতে যে ওস্তাদ আসতেন, তার সামনেই খেলার ফাঁকে ফাঁকে মাঝে মাঝে বসে যেতেন বোনের সঙ্গে। সেই ওস্তাদজিই একদিন তার মাকে জানালেন তাকে গান শেখানোর কথা। প্রখর স্মৃতিশক্তির কারণে ঐটুকু বয়সেই যে কোনো গান তুলে মুখস্থ করে ফেলতেন অনায়াসেই। আর সঙ্গে ছিল তাল লয় আর সুরের জ্ঞান।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.