শালবন বিহারে দর্শনার্থী কমেছে ১০ গুণ
কুমিল্লার শালবন বৌদ্ধ বিহার ও ময়নামতি জাদুঘর চালু হলেও দর্শনার্থীদের তেমন সাড়া নেই। দর্শনার্থী কমেছে প্রায় ১০গুণ। বন্ধের আগে মার্চ মাসের ১৬দিনে আসে ৯০হাজার দর্শনার্থী, সেখানে বন্ধের পরে সেপ্টেম্বর মাসে ১৫দিনে দর্শনার্থী আসে মাত্র আট হাজার। অন্য সময় শীত, ঈদ আর বিভিন্ন উৎসবে দর্শনার্থীদের উপচেপড়া ভিড় থাকতো। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের কারণে দর্শনার্থী নেই বলে দাবি কর্তৃপক্ষের।
সূত্র জানায়, ফেব্রুয়ারি মাসে দর্শনার্থী আসে এক লাখ ৯৮ হাজার, রাজস্ব আয় ২৬ লাখ। মার্চ মাসের ১৬ তারিখ পর্যন্ত শালবন বিহার চালু থাকে। ১৬দিনে আসে ৯০ হাজার দর্শক, আয় ১১ লাখ টাকা। করোনার বন্ধের পরে ১৬ সেপ্টেম্বর শালবন বিহার পুনরায় চালু করা হয়। ওই মাসের ১৫ দিনে আসে আট হাজার ৬০৬ জন দর্শনার্থী।
- ট্যাগ:
- বাংলাদেশ
- দর্শনার্থী
- শালবন বিহার