শীতের শুরুতে হাতের যত্ন নেবেন যেভাবে
আরটিভি
প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২০, ০৯:০৭
করোনাকালে বেশি বেশি হাত ধোয়ার কারণে খসখসে হয়ে যাচ্ছে হাতের ত্বক। সারাদিনে সবচেয়ে ব্যস্ত থাকে আমাদের হাতদুটো। কিন্তু হাতের দিকে অনেকে খুববেশি মনোযোগী হন না। শীতের সময়ে হাতের জন্য নেয়া বেশি জরুরি।
যা করবেন- হাত ভালো রাখতে ব্যবহার করুন মসুর ডাল। তিন চামচ মসুরের ডাল বেটে নিন। এরপর তার সঙ্গে ২ চামচ আপেল সিডার ভিনেগার ও ডিমের সাদা অংশ মিশিয়ে স্ক্রাব বানিয়ে নিন। ৩০ মিনিট হাতে লাগিয়ে রাখুন। শুকিয়ে গেলে ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে নিন।