কাঞ্চনজঙ্ঘা মেলেছে মোহিনী রূপ

ডেইলি বাংলাদেশ প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২০, ১৭:৩৫

‘কি শান্তির কোলে নীরবে ঘুমাও রাশি, তুষার অম্বরে ঢাকি মোহন মুরতিখানি’ পৃথিবীর অন্যতম পর্বত চূড়া কাঞ্চনজঙ্ঘার সৌন্দর্য নিয়ে চরণগুলো লিখেছেন বেগম রোকেয়া। পঞ্চগড় থেকে এবার আগেভাগেই দেখা মিলেছে পৃথিবীর সবচেয়ে উঁচু শৃঙ্গ হিমালয়ের অন্যতম চূড়া কাঞ্চনজঙ্ঘার মনোরম দৃশ্য। হেমন্তের হালকা শীতে সূর্যের আলোতে এ চূড়ার মোহিনী রূপ ছড়াচ্ছে প্রতিদিন।
পরিবেশবিদরা বলছেন, এবার করোনায় প্রকৃতি হয়ে উঠেছে সজিব। তাই কাঞ্চনজঙ্ঘা পরিষ্কারভাবে দেখা যাচ্ছে। শ্বেত-শুভ্র কাঞ্চনজঙ্ঘা মাথা উঁচিয়ে নয়ানাভিরাম সৌন্দর্য ছড়িয়ে যেন প্রকৃতিপ্রেমিদের ডাকছে। এবার ২৯ অক্টোবর থেকে দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘার দৃশ্য।

বিদেশে গিয়ে যাদের কাঞ্চনজঙ্ঘা দেখার সুযোগ মেলে না, তাদের জন্য আদর্শ জায়গা পঞ্চগড়। কেবল মেঘমুক্ত ও কুয়াশামুক্ত গাঢ় নীল আকাশ থাকলেই স্পষ্ট হয়ে ওঠে এ পর্বতমালা। খালি চোখেই নয়নভরে উপভোগ করা যায় এর সৌন্দর্য। এ জন্য দেশের বিভিন্ন জেলা থেকে আসা প্রকৃতিপ্রেমিরা ভিড় করছে হিমালয় কন্যা পঞ্চগড়ে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও