You have reached your daily news limit

Please log in to continue


‘ধর তক্তা, মার পেরেক’ পদ্ধতিতে নাটক হচ্ছে: চঞ্চল চৌধুরী

২০২১ সালে স্বাধীনতার ৫০ বছর পূর্ণ হবে। আর টেলিভিশন ইন্ডাস্ট্রিতে চঞ্চল চৌধুরীর ‘মুখ দেখানোর’ ২৫ বছর পূর্তি হবে। প্রতিদিন মানুষ প্রশ্ন করে, আগের মতো সুস্থ, সুন্দর, রুচিশীল, জনপ্রিয় নাটক এখন কেন নির্মিত হচ্ছে না। এর উত্তরে ফেসবুকে ৭১৪ শব্দের একটা স্ট্যাটাস দিয়েছেন বড় ও ছোট পর্দার জনপ্রিয় মুখ চঞ্চল। এই লেখায় টেলিভিশন নাটক কোমায় পৌঁছে যাওয়ার প্রেক্ষাপট ও কারণ জানিয়ে সমাধানও দিয়েছেন তিনি। স্ট্যাটাসের শুরুতে চঞ্চল হতাশার সুরে লিখেছেন, ‘আমাদের সিনেমার একটা সোনালি অতীত ছিল। কিছু অযোগ্য এবং স্বার্থপর লোকের আধিপত্যে আমরা সে অতীত হারিয়েছি। পরবর্তীকালে টেলিভিশন নাটক দেশের অধিকাংশ মানুষের সুস্থ বিনোদনের দায়িত্ব নেয়। আর আস্থা অর্জন করে। তবে কখনোই এই মাধ্যমে পূর্ণাঙ্গ পেশাদারত্ব প্রতিষ্ঠিত হয়নি। ফলে টেলিভিশন নাটকও একসময় বাংলা সিনেমার মতোই কিছু সুবিধাভোগী অযোগ্য মানুষের দখলে চলে যায়।’
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন