‘আমার ক্ষেতে এবার মেলা ওইস্তা (করলা) ধরছে। এবার ওইস্তা বেইচা ভাল লাভ হইচে।’ একমূখ হাসি নিয়ে অনুভূতি ব্যক্ত করলেন করলাচাষি বাদল মোল্লা। করলার ফলন ভাল ও দাম বেশি পাওয়ায় এমন হাসি সদর উপজেলার পূর্ব মকিমপুর, চান্দিরচর, হুরার চর গ্রামের করলাচাষিদের মুখে।
এবার বন্যার পানি নামার পরপরই কৃষকরা অন্যান্য সবজির সঙ্গে করলার চাষ শুরু করেন। উৎপাদন ও ভালো দাম পাওয়ায় লাভের মুখ দেখছেন চাষিরা।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.