কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

মহামারীতে থমকে আছে জাহাজভাঙ্গা

বণিক বার্তা চট্টগ্রাম প্রকাশিত: ১২ নভেম্বর ২০২০, ২২:০৩

জাহাজ ভাঙ্গায় বাংলাদেশ বিশ্বে র্শীষ অবস্থানে থাকার পরও করোনা মহামারী শুরু হওয়ার পর তা থমকে রয়েছে। পার্শ্ববর্তী দেশ ভারত ও পাকিস্তানেও এ শিল্পের কার্যক্রম একপ্রকার বন্ধ রয়েছে। সম্প্রতি প্রকাশিত জাতিসংঘের আঙ্কটাডের রিভিউ অব মেরিটাইম ট্রান্সপোর্ট ২০২০ র্শীষক এক প্রতিবেদনে এমনটি উল্লেখ করা হয়।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, গেল বছর বিশ্বে যে কয়টি জাহাজ ভাঙ্গা হয়েছে তার অর্ধেকেরও বেশি ভাঙ্গা হয় বাংলাদেশে। বাংলাদেশ ছাড়াও চীন, ভারত, পাকিস্তান, তুরস্কসহ কয়েকটি দেশে জাহাজ ভেঙ্গে পুনঃপ্রক্রিয়াজাত করা হয়। সেসব দেশেও করোনার কারণে জাহাজ ভাঙ্গা কমেছে। ভারত তার মোট সক্ষমতার মাত্র ৩০ থেকে ৪০ শতাংশ জাহাজ ভাঙ্গতে সক্ষম হয়েছে। এতে আগামী বছরে এ খাত সংকটে পড়বে। ফলে বিনিয়োগে কৌশলগত দিক ভেবে নতুন করে জাহাজ নির্মাণ ও মেরামত বন্ধ রাখার জন্য বিবেচনা করার পরামর্শের কথা বলা হয়েছে। এ সময় ৫৩ শতাংশ চুক্তি ও কার্যাদেশ বাতিল করা হয়েছে। কভিড-১৯ এর স্থবিরতার বিষয় বিবেচনা করে অনেক প্রতিষ্ঠান তাদের সিদ্ধান্তের বাস্তবায়নে বিলম্ব করছে। জাহাজ ভাঙ্গা শিল্পটি জ্বালানি তেলের সঙ্গে সম্পর্কযুক্ত হওয়ার তার উপরও মারাত্মক প্রভাব পড়বে আশঙ্কা করা হচ্ছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও