পাকিস্তানিদের কারণে ৭০-এর ঘূর্ণিঝড়ে ১০ লাখ মানুষ মারা যায় : মন্ত্রী

এনটিভি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় প্রকাশিত: ১২ নভেম্বর ২০২০, ১৭:৩৫

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, বাঙালিদের প্রতি পাকিস্তানি শাসকদের অবহেলার কারণে ৭০-এর ১২ নভেম্বরের ঘূর্ণিঝড়ে ১০ লাখ মানুষ মারা যায়। পাকিস্তানিরা ঘূর্ণিঝড়ের আগাম কোনো তথ্য দেয়নি। বিদেশিদের কাছ থেকে সাহায্য পেলেও পশ্চিম পাকিস্তান থেকে কোনো সাহায্য আসেনি। এমনকি ঘূর্ণিঝড়ে মৃত্যুর সংখ্যা নিয়েও তারা মিথ্যাচার করেছিল।

আজ বৃহস্পতিবার ঢাকার বিয়াম অডিটোরিয়ামে ‘দুর্যোগ ঝুঁকিহ্রাসে ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির (সিপিপি) স্বেচ্ছাসেবা’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এ কথা বলেন।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. মোহসীনের সভাপতিত্বে অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান, সিপিপির পরিচালক আহমাদুল হক, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব মো. ফিরোজ সালাহউদ্দিন এবং সিপিপির প্রথম পরিচালক মুহাম্মদ সাইদুর রহমান বক্তব্য দেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও