চিম্বুক পাহাড়ে হোটেল চাই না
বান্দরবানে চিম্বুক পাহাড়ের কোলে ম্রো জনগোষ্ঠী তাদের চিরায়ত পাহাড়, ভূমি ও অস্তিত্ব রক্ষার আন্দোলনে নেমেছে। আজ থেকে ১১ বছর আগে, ২০০৯ সালের ১ ডিসেম্বর প্রথম আলোতে আমার কলামে ‘ধরিত্রী আমার নয়, আমিই ধরিত্রীর’ শিরোনামে লিখেছিলাম, ‘ম্রোদের পাড়া থেকে যখন ফিরি, তখন পশ্চিমে সূর্য ডুবে যাচ্ছে। ওরা বলল, ওদের জুম, বাগানভূমি, বিচরণক্ষেত্র, পূর্বপুরুষের অবারিত রেখে যাওয়া বিস্তীর্ণ বন ও পাহাড় বেদখলে চলে যাচ্ছে। ওদের অনুমতি দূরে থাক, কেউ জিজ্ঞেসও করেনি। শক্তিহীন, ক্ষমতাহীন, অর্থহীন, এমনকি শিক্ষার আলো থেকে বঞ্চিত এক পাহাড়ি সমাজ, যারা ধরিত্রী ও প্রকৃতি, বন ও পাহাড়ের বুকে বয়ে চলা নদী ও জলধারাকে, পরিবেশকে এতকাল রক্ষা করে এসেছে সবার জন্য, তারা এখন উপেক্ষিত, বিলুপ্তপ্রায় অসহায় এক জাতি। এ ধারায় চললে একদিন ওরা হারিয়ে যাবে।