
বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্ট তহবিলের বিরুদ্ধে আবারও দুর্নীতির নির্দিষ্ট অভিযোগ উঠেছে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) বৃহস্পতিবার বলেছে, ৬৮ কোটি টাকার ৭ প্রকল্পই রাজনৈতিক সুপারিশে অনুমোদন পেয়েছিল এবং এর মধ্যে ৩৭ কোটি টাকা খরচের ক্ষেত্রে অনিয়ম-দুর্নীতির মাধ্যমে নয়ছয়ের অভিযোগ উঠেছে। এই তহবিলের বিরুদ্ধে গোড়া থেকেই ধারাবাহিকভাবে অনিয়মের অভিযোগ লেগে আছে। অথচ এটা ছিল সরকারের একটি দূরদর্শী সিদ্ধান্ত।
এটা সুবিদিত যে জলবায়ু পরিবর্তনের সব থেকে খারাপ প্রভাব পড়বে যেসব দেশে, তার অন্যতম বাংলাদেশ। কিন্তু উন্নত বিশ্ব তাদের দায়ের অনুপাতে এ ধরনের ভঙ্গুর রাষ্ট্রগুলোকে ন্যায্য অর্থায়নে উদাসীন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাই অন্যের সাহায্য লাভের আশায় কালক্ষেপণের নীতি পরিহার করেন।
- ট্যাগ:
- মতামত
- তহবিল
- দুর্নীতির অভিযোগ
- জলবায়ু