গত ২০ অক্টোবর প্রথম আলোয় প্রকাশিত ‘ঢাকা বিশ্ববিদ্যালয় কলেবর বিশাল, গুণমানে নিচে’ শীর্ষক প্রতিবেদনে বলা হয়েছে, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষকদের উদ্যোগে অন্য আরও একটি বিভাগের সঙ্গে প্রিন্টিং অ্যান্ড পাবলিকেশন স্টাডিজ বিভাগ খোলা হয়েছে। কিন্তু প্রকৃত তথ্য হলো বাংলাদেশের প্রকাশনা পেশায় নিয়োজিত ব্যক্তিদের চাহিদার পরিপ্রেক্ষিতে ২০০৭, ২০০৮ ও ২০০৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিনটি আন্তর্জাতিক মানের পাবলিশিং ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়।
এগুলো আয়োজক ও সমন্বয়কারী হিসেবে এবং বিদেশে উচ্চশিক্ষাপ্রাপ্ত এই পেশায় নিয়োজিত প্রকাশনা বিশেষজ্ঞ হিসেবে আমি বিভাগ খোলার প্রয়োজনীয়তা অনুভব করেছিলাম ২০০৭ সালে। তখন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রকাশনা সংস্থার পরিচালকের দায়িত্ব পালন করেছিলাম।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
www.ajkerpatrika.com
| ঢাকা বিশ্ববিদ্যালয়
৯ মাস, ২ সপ্তাহ আগে
৯ মাস, ৪ সপ্তাহ আগে
১০ মাস, ১ সপ্তাহ আগে