পুলিশের এসব ছবি কি আমরা দেখতে চাই?
বাবার টি-শার্টে হাত রেখে ক্যামেরার দিকে তাকিয়ে আছে ছোট্ট শিশু। পাশে নীল শাড়ি পরা শিশুটির মা। হাসিখুশি ভরা পরিবারের এই রঙিন ছবিটি এখন গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় ভাসছে। এই পরিবারের প্রধান ব্যক্তির নাম আনিসুল করিম। পেশাগত জীবনে ছিলেন একজন পুলিশ অফিসার। রাজধানীর আদাবরে মাইন্ড এইড নামে একটি মানসিক স্বাস্থ্য হাসপাতালের কর্মচারীদের পিটুনিতে নিহত হয়েছেন।
ছবি ২.
রশি দিয়ে হাত-পা বাঁধা এক যুবক। বসে আছেন। তাকে ঘিরে উৎসুক/উত্তেজিত জনতা। মারধরের হাত থেকে বাঁচতে হাতজোড় করছেন। তার নাম আকবর হোসেন। সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ ও বরখাস্তকৃত এসআই। ফাঁড়িতে এক যুবককে নির্যাতন করে হত্যার ঘটনায় দায়ের করা মামলার আসামি। ঘটনার পর থেকে প্রায় এক মাস পালিয়ে থাকার পর জনগণ তাকে আটক করে পুলিশে দেয়।