ক্রিকেটারদের ফিটনেস দেখে খুশি প্রধান নির্বাচক

কালের কণ্ঠ বিসিবি কার্যালয় প্রকাশিত: ০৯ নভেম্বর ২০২০, ২১:০৫

আজ সোমবার থেকে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে খেলোয়াড়দের ফিটনেস পরীক্ষার পর বিপ টেস্ট দেখে সন্তুষ্টি প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। আসন্ন বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে জন্য খেলোয়াড়দের যোগ্যতা নির্ধারণের জন্য বাধ্যতামূলক ফিটনেস পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। আজ মোট ৭৯ জন ক্রিকেটার ফিটনেস পরীক্ষায় অংশ নিয়েছিলেন।

ধারাবাহিক ফিটনেস পরীক্ষার অংশ হিসেবে আগামীকাল আরও ৩৩ জন ক্রিকেটার ফিটনেস পরীক্ষায় অংশ নেবেন। আজ সাংবাদিকদের মিনহাজুল বলেন, 'ক্রিকেটাররা বিপ টেস্টে ভালো করছে। আজ এই গ্রুপের ৯০ শতাংশ খেলোয়াড় বিপ টেস্টে অংশ নিয়েছে। তারা ভালো করেছে। আগামীকাল আরও একটি গ্রুপ বিপ টেস্ট দেবে। আমরা খেলোয়াড়দের একটি ফিটনেস স্ট্যান্ডার্ড তৈরি করেছি। তারা দীর্ঘদিন ক্রিকেটের বাইরে। আশা করি খুব শিগগিরই পুরো ফিটনেস অর্জন করতে পারবে।'

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও