ফখরুল উসকানিমূলক বক্তব্য দিচ্ছেন : তথ্য প্রতিমন্ত্রী
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একের পর এক অসংলগ্ন ও উসকানিমূলক বক্তব্য দিয়ে যাচ্ছেন বলে অভিযোগ করেছেন তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান।
’৯০-এর গণআন্দোলনের শহীদ নূর হোসেনের স্মরণে সোমবার (৯ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে বঙ্গবন্ধু একাডেমি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় প্রতিমন্ত্রী এ কথা বলেন। ডা. মুরাদ হাসান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ যখন উন্নয়নের মহাসড়কে দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে, সারাবিশ্বে যখন বাংলাদেশের উন্নয়ন-অগ্রগতি প্রশংসিত হচ্ছে, তখন সরকারের সাফল্যকে নস্যাৎ করতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একের পর এক অসংলগ্ন ও উসকানিমূলক বক্তব্য দিয়ে যাচ্ছেন; যা অনাকাঙ্ক্ষিত ও উসকানিমূলক।
দেশের জনগণ অতীতের মতো সব অপপ্রচারকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করবে বলেও জানান মুরাদ হাসান।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
৯ মাস আগে
৯ মাস, ৩ সপ্তাহ আগে
৯ মাস, ৩ সপ্তাহ আগে