সনদ ছাড়াই 'এমবিবিএস ডাক্তার'!
নবীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ভুয়া ডাক্তারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়াও তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। রবিবার দুপুরে নবীগঞ্জ উপজেলার শেরপুর রোডে তার নিজস্ব চেম্বার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আদালত পরিচালনা করে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ মহিউদ্দিন। আটককৃত ভুয়া ডাক্তার হলেন জয়নগর গ্রামের প্রেমানন্দ নাথের পুত্র কাজল নাথ (৫৫)।
জানা যায়, কাজল নাথ দীর্ঘদিন যাবত নিজেকে এমবিবিএস ডিগ্রিধারী ডাক্তার দাবি করে নিজে একটি চেম্বার খুলে মানুষের সাথে প্রতারণা করে আসছেন। এ নিয়ে অনেকবার উপজেলা মাসিক আইন শৃঙ্খলা সভায় আলোচনা হয়ছে। রবিবার ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহিউদ্দিন জানান,
- ট্যাগ:
- বাংলাদেশ
- অভিযোগ
- সনদপত্র
- ভুয়া চিকিৎসক