কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ফুলগাজীতে ক্ষেতেই পচে গেছে ১০৫ হেক্টর রোপা আমন

জাগো নিউজ ২৪ ফুলগাজী প্রকাশিত: ০৭ নভেম্বর ২০২০, ১৯:১১

ফেনীর ফুলগাজীতে ভারতীয় উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের চাপে মুহুরী ও কুহুয়া নদী রক্ষা বাঁধ ভেঙে সৃষ্ট পরিস্থিতি উন্নতি হতে শুরু করছে। পানি নেমে যাওয়ায় ক্রমেই ভেসে উঠছে বন্যার ক্ষত চিহ্ন। মাঠ পর্যায়ে ক্ষয়-ক্ষতির অঙ্ক নির্ধারণ করতে কাজ করছে প্রশাসনের দায়িত্বশীল ব্যক্তিবর্গ।

এর আগে শনিবার ও রোববার পাহাড়ি ঢলের চাপে ফুলগাজী উপজেলার মুহুরী নদী রক্ষা বাঁধের ২টি স্থানে ভেঙে অন্তত ৫টি গ্রাম প্লাবিত হয়। এ সময় ওই এলাকার ফসলি জমি, রাস্তা-ঘাট, মাছের খামার ও বাড়ি ঘর ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়। স্থানীয়রা জানায়, এর আগে চলতি বছরের জুন মাসে উপজেলায় নদী রক্ষা বাঁধের ৯ স্থানে ভাঙনের কবলে পড়ে ফসলহানীর মুখে পড়ে স্থানীয়রা। ওই ক্ষতি পুষিয়ে উঠার আগেই পুনরায় নদী রক্ষা বাঁধের ভাঙনের স্থানীয়রা এখন প্রায় দিশেহারা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও