![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2020-11%252Fd804a355-c7a1-406e-b105-ddea2cd919dc%252Fa42de049-5473-41c8-8d73-bda9a3da9f83.jpg%3Frect%3D0%252C0%252C912%252C479%26overlay%3Dprothomalo-bangla%252F2020-11%252Fc2b5c9f4-47e6-419c-98d5-9d0c8933a75b%252FOG_Post.jpg%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D1%26overlay_width%3D100%26w%3D1200%26h%3D627%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue)
কারিগরি শিক্ষার ওপর আরও জোর দিতে হবে
প্রথম আলো
প্রকাশিত: ০৭ নভেম্বর ২০২০, ১৬:০৫
করোনা মহামারি পরিস্থিতির কারণে শ্রমবাজারে এসেছে পরিবর্তন। এ সময় নতুন কাজ যেমন তৈরি হয়েছে, তেমনি অনেক গতানুগতিক শ্রম খাতের চাকরি বন্ধ হয়েছে।
তাই চ্যালেঞ্জ মোকাবিলায় এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে কারিগরি ও দক্ষতাভিত্তিক (টিভেট) শিক্ষার ওপর আরও জোর দেওয়ার সময় এসেছে। এ জন্য এই খাতে প্রণোদনাসহ সরকারি ও বেসরকারি উদ্যোগের যৌথ সমন্বয় দরকার।