ট্রাম্পের বক্তব্যের সমালোচনায় মিট রমনি
আরও অনেক রিপাবলিকান নেতার মত ট্রাম্প এবারের নির্বাচনে কারচুপির যে অভিযোগ তুলেছেন তার সমালোচনা করেছেন ইউটাহ অঙ্গরাজ্যের সিনেটার মিট রমনি। তিনি বলেছেন, নির্বাচনে কারচুপি হয়েছে বলাটা ভুল। রমনি নিজেও এক সময় প্রেসিডেন্ট প্রার্থী ছিলেন।
টুইটারে দেওয়া পোস্টে রমনি বলেন, নির্বাচনকে দুর্নীতিগ্রস্ত বা চুরি করা হয়েছে বলাটা ভুল। এর ফলে যুক্তরাষ্ট্রে ও বিশ্বজুড়ে স্বাধীনতার লক্ষ্য ক্ষতিগ্রস্ত হবে।
তিনি বলেন, সব ভোট গণনা গণতন্ত্রের হৃৎপিণ্ড। এই প্রক্রিয়া অনেক সময় দীর্ঘ হয় এবং যারা অংশ নিচ্ছেন তাদের জন্য হতাশাজনক। ভোট গণনা হবেই। যদি কোনও অনিয়মের অভিযোগ থাকে সেগুলো তদন্ত হবে এবং আদালতে নিষ্পত্তি হবে। গণতন্ত্র, আমাদের সংবিধান ও আমেরিকার জনগণের ওপর আস্থা রাখুন।