ভাঙতে যাচ্ছে শ্রাবন্তীর তৃতীয় সংসার! এ নিয়ে কয়েকদিন ধরেই চলছে নানা আলোচনা-সমালোচনা। এরইমধ্যে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে বড় ঘোষণার ইঙ্গিত দিলেন শ্রাবন্তীপুত্র অভিমন্যু চট্টোপাধ্যায়।
শুক্রবার (৬ নভেম্বর) নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে মায়ের সঙ্গে তোলা পুরানো একটি ছবি ও ভিডিও শেয়ার করে অভিমন্যু লিখেছেন- “বড় কিছু আসতে যাচ্ছে।’’
১৯৯৭ সালে স্বপন সাহা পরিচালিত ‘মায়ার বাঁধন’ সিনেমার মাধ্যমে টলিউডে পা রাখেন শ্রাবন্তী। ২০০৩ সালে পরিচালক রাজীব বিশ্বাসকে বিয়ে করেন তিনি। ২০১৬ সালে শ্রাবন্তী-রাজীবের ডিভোর্স হয়। এরপর থেকে দু’জনের ছেলে ঝিনুক মায়ের কাছেই থাকে। সেই বছরই মডেল কৃষাণ ব্রজকে বিয়ে করেন শ্রাবন্তী। কিন্তু সে বিয়ে ছ’মাসের বেশি টেকেনি। ২০১৯ সালের ১৯ এপ্রিল রোশনের সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন শ্রাবন্তী।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.