ক্ষুদ্র ঋণ নয়, উদ্যোগী হয়ে আত্মনির্ভরশীল হোন: প্রধানমন্ত্রী
ক্ষুদ্র ঋণ বা সুদ নয়, সরকার দরিদ্রদের জন্য ক্ষুদ্র সঞ্চয়ের ব্যবস্থা করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, ‘সরকার চায় কেউ ঋণ নিয়ে নয় বরং নিজে উদ্যোগী হয়ে আত্মনির্ভরশীল হোক।’
শনিবার ’৪৯ তম জাতীয় সমবায় দিবস-২০২০’ উদযাপন এবং ‘জাতীয় সমবায় পুরস্কার-২০১০’ প্রদান অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান।
সমবায় সংশ্লিষ্টদের আন্তরিকতা ও দায়িত্ব নিয়ে কাজ করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, বহুমুখী সমবায় গড়ে তুলতে পারলে দেশে দরিদ্র থাকবে না। সংবিধানে জাতির পিতা সমবায়ের কথা বলে গেছেন। বাংলাদেশ যেন একটি স্বয়ংসম্পূর্ণ ও আত্মমর্যাদাশীল দেশ হিসেবে গড়ে উঠে সে লক্ষ্যেই বঙ্গবন্ধু সমবায় গড়ে তুলেছিলেন। বহুমাত্রিক সমবায়ের কথা বলেছেন। একা খাবো- এই মানসিকতা পরিহার করে নিজে খাবো সকলকে নিয়ে খাবো এই মানসিকতা নিয়ে আপনারা কাজ করুন।
নারীদের সমবায়ে আরও এগিয়ে আসার আহ্বান জানিয়ে সরকারপ্রধান বলেন, নারীরা এগিয়ে এলে দুর্নীতি অনেকটা কমে যাবে। পাশাপাশি তাদের পরিবারও অনেক লাভবান হবে।