কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


আনন্দ দিতে বাচ্চাদের কাঁধে নেওয়া সুন্নত

মহান আল্লাহ আমাদের সবাইকে কিছু দায়িত্ব দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছেন। দুনিয়ার জীবনে আমাদের গতিবিধি পর্যবেক্ষণ করার জন্য প্রত্যেকের সঙ্গে দুজন ফেরেশতা নিয়োজিত করেছেন। তাঁরা আমাদের নেক আমল, বদ আমল সবই লিখে রাখেন। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ‘স্মরণ রেখো! দুই গ্রহণকারী ফেরেশতা তার ডানে ও বামে বসে তার কর্ম লিপিবদ্ধ করে।’ (সুরা : কাফ, আয়াত : ১৭) তাফসিরবিদদের মতে, মানুষের দুই দিকে দুজন ফেরেশতা নিয়োজিত থাকেন, ডান দিকের ফেরেশতা তার ভালো কাজগুলো লিখে রাখেন আর বাম দিকের ফেরেশতা তার মন্দ কাজগুলো লিখে রাখেন। (কুরতুবি) প্রচলিত ভুল ধারণা : উপরোক্ত আয়াত দেখে অনেকে মনে করেন, মানুষের দুই কাঁধে দুই ফেরেশতা থাকে। এর সূত্র ধরে গ্রামে-গঞ্জে প্রচলিত আছে, বাচ্চাদের কাঁধে নেওয়া যাবে না। তাদের কাঁধে নিলে কাঁধে থাকা ফেরেশতাদের কষ্ট হয়। তারা বদদোয়া দেয়। এটি একটি ভুল ধারণা।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন