এবারের নির্বাচন ইলেকটোরাল কলেজ ভোট ব্যবস্থার সৌন্দর্যকেই গুরুত্বের সাথে তুলে ধরেছে। রিপাবলিকান দলনেতা সিনেটার মিচ ম্যাকনেল সাংবাদিকদের কাছে এমন মন্তব্য করেছেন।
ম্যাকনেল নিজে তার কেন্টাকি আসনে আবার বিজয়ী হয়েছেন।
অনেকেই যুক্তি দেন যে ইলেকটোরাল কলেজ ব্যবস্থায় স্বল্প জনবহুল রাজ্যগুলোকে বেশি গুরুত্ব দেয়া হয়।এবং এই ব্যবস্থার মূলে রয়েছে ক্রীতদাস প্রথা ও দক্ষিণাঞ্চলীয় শ্বেতাঙ্গ জনগোষ্ঠীর ক্ষমতা বৃদ্ধি করা। এটার পরিবর্তন করা দরকার বলে তারা মনে করেন।
“ইলেকটোরাল কলেজ ব্যবস্থা নিশ্চিত করে যে ৫০টি অঙ্গরাজ্য থেকেই চূড়ান্ত সিদ্ধান্ত আসবে। ফলে চূড়ান্ত ফলাফলও নিশ্চিত হবে, তিনি বলেন, "এধরনের তীব্র প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ নির্বাচনের সময় ইলেকটোরাল প্রথার ওপর আমাদের কৃতজ্ঞ থাকা উচিত।“
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.