সম্প্রতি ফেসবুকে চলমান ঘটনা নিয়ে কিছু মানুষের মন্তব্য ছিল এ রকম- থামাও ধর্ষণ, ফেরাও আইনের শাসন, চাই গণতন্ত্র, চাই সুশাসন, আরেকজনের মন্তব্য- ওই মা উলঙ্গ হননি, উলঙ্গ হয়েছে আইন, উলঙ্গ হয়েছে সরকার, উলঙ্গ হয়েছে বাংলাদেশ। আগে ভেবেছিলাম আমরা শুধু ভোটাধিকার হারিয়েছি। এখন দেখছি সম্ভ্রম হারিয়েছি।
নৈতিকতার গুণগুলো এখন ওজনে হালকা আর ভারী হচ্ছে অনৈতিকতার গুণগুলো। ফেসবুকে একজন কমেন্ট করেছেন বাংলাদেশে ধর্ষণ তো ওই দিন থেকে বন্ধ হবে যে দিন বাংলাদেশের মন্ত্রী- মিনিস্টারের মেয়েরা ধর্ষিত হবে, ঠিক সেই দিনই ধর্ষণ বন্ধ হবে। দুঃখজনক এমন বাংলাদেশ মনে হয় স্বাধীনতার পরে আর কেউ দেখেনি। দেশে বর্বরতা অনৈতিকতা এতটাই বেড়েছে যা ’৭১ এ হানাদার বাহিনীর বর্বরতা ও নিষ্ঠুরতাকে হার মানিয়েছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.