কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

বাদ পড়ার ‘জেদ’ থেকে জাতীয় দলের পথে ইরফান শুক্কুর

চ্যানেল আই বিসিবি কার্যালয় প্রকাশিত: ০৩ নভেম্বর ২০২০, ২১:২৭

২০১০ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের দল থেকে বাদ পড়েছিলেন, কারণ ফিটনেস মোটেও ক্রিকেটারের মতো ছিল না। হতাশায় ক্রিকেটার হওয়ার রাস্তা থেকেই সরে দাঁড়ালেন। ক্ষোভে কিছুদিন মাঠমুখো হননি। কিন্তু ট্রেনিংটা মনের কোণে জমিয়ে রেখেছিলেন ঠিকই। বাঁহাতি ব্যাটসম্যান ইরফান শুক্কুরের কব্জিতে জমা সেই ট্রেনিংয়ের সঙ্গে যোগ হয় জেদ, ইচ্ছাশক্তি ও সাবেক ক্রিকেটার নাফিস ইকবালের অনুপ্রেরণা। সাথে উপযুক্ত সমর্থন পেয়ে ঘুরে দাঁড়িয়ে ইরফান এখন অপেক্ষায় জাতীয় দলের দুয়ার খোলার।

ঘরোয়া ক্রিকেটে নিয়মিত মুখ ইরফান শুক্কুর। নতুন করে জাত চিনিয়েছেন গত অক্টোবরে হয়ে যাওয়া বিসিবি প্রেসিডেন্টস কাপে। করোনা মহামারীর পর খেলতে নেমে জাতীয় দলের তারকা ক্রিকেটাররা যেখানে ধুঁকেছেন, সেখানে নির্বাচকদের সামনে সামর্থ্যের জানা ভালোভাবেই দিয়েছেন ২৮ বছর বয়সী উইকেটরক্ষক-ব্যাটসম্যান।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও