সাজেকে পর্যটকদের ঢল

বাংলাদেশ প্রতিদিন সাজেক প্রকাশিত: ০৩ নভেম্বর ২০২০, ১৯:০৭

রাঙামাটির সাজেকে নামছে পর্যটকদের ঢল। প্রায় প্রতিদিন আসছে দুই থেকে চার হাজারেরও অধিক মানুষ। আর সাপ্তাহিক ছুটির দিনে লাখো মানুষের অরণ্যে পরিণত হয় পাহাড়। শুধু রাঙামাটির সাজেক নয়, এমন পর্যটক উৎসবে মেতেছে অপর দুই পার্বত্য জেলা খাগড়াছড়ি ও বান্দরবান।

করোনার দীর্ঘ স্থবিরতা কাটিয়ে সবুজ অরণ্যের রাজ্য পার্বত্যাঞ্চলে পুরোদমে শুরু হয়েছে পর্যটন মৌসুম। বইছে পর্যটক উৎসবের আমেজ। পর্যটকদের পদচারণায় মুখরিত পাহাড়ের পর্যটন কেন্দ্রগুলো। অগণিত পর্যটক আগমনে তিল পরিমাণ জায়গা খালি নেই কোথাও।

সাপ্তাহিক ছুটির দিন ভিড় থাকে বেশি। তাই অগ্রিম বুকিং থাকে শতভাগ। আবাসিক হোটেল, মোটেল, সরকারি রেস্ট হাউসগুলোতে কোথাও রুম খালি নেই। সড়কে সড়কে পিকনিক পার্টি ও ভ্রমণ পিপাসুদের গাড়ির বহরের ভিড় যেন লেগে আছে পুরো সাজেক পাহাড় জুড়ে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও