কাশি হলেই সিরাপ খেয়ে এসব বিপদ ডেকে আনছেন না তো?
ডেইলি বাংলাদেশ
প্রকাশিত: ০৩ নভেম্বর ২০২০, ১১:৩৫
ঠান্ডা-কাশি হলেই অনেকে ওষুধের দোকানে ছুটেন কাশির সিরাপ কিনতে। আর এসব সিরাপ দুই এক বেলা খেলেই তো কাশি সেরে যায়, এমনই ভাবনা সবার। তবে জানেন কি শরীরের জন্য কতটা খারাপ এই কাশির সিরাপগুলো?
বাজারে চলতি কাশির সিরাপগুলোয় কী কী পার্শ্বপ্রতিক্রিয়া থাকে?
চিকিৎসকদের অনেকেই জানিয়েছেন, অনেক সময় খিঁচুনি, ঝিমুনি, অস্বাভাবিক হৃৎস্পন্দন, কিডনি, যকৃতের সমস্যাসহ নানা ক্ষতি হতে পারে এসব কাশির সিরাপে।