
জরিমানা দিয়ে আবার একই অপরাধ করার মানে হচ্ছে দেশের প্রচলিত আইন ও বিচারব্যবস্থাকে বৃদ্ধাঙ্গুলি দেখানো। সুশাসন বা আইনের শাসন থাকা সমাজে এটা সচরাচর ঘটতে পারে না। কিন্তু বাংলাদেশে এমন অনেক দৃষ্টান্ত স্থাপন হয়েছে, যেখানে জেল থেকে বের হয়ে আবারও একই অপরাধ করা হয় এবং জরিমানা পরিশোধ করে একই অন্যায় বারবার করা হয়।
পাহাড় কাটা বা বনাঞ্চল ধ্বংস করা নিত্যদিনের ঘটনা। তারপরও নতুন সুযোগ এনে দিয়েছে চট্টগ্রাম-কক্সবাজার ঘুমধুম রেললাইন। রেললাইনের পথে পাহাড় পড়লে তা নির্ধারিত মাপে কাটার জন্য পরিবেশ অধিদপ্তরের অনুমতি রয়েছে। এই সুযোগে যে যেভাবে পারছে, পাহাড় কাটছে। পাহাড় সমতল করে স্থাপনা পর্যন্ত নির্মাণ করা হচ্ছে। কক্সবাজার প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরসহ সংশ্লিষ্ট বিভিন্ন কর্তৃপক্ষ বিষয়টি সম্পর্কে অবগত। কিন্তু সেখানকার সরকারি কর্মকর্তারা চাপের মধ্যে থাকার কথা বলেছেন।
- ট্যাগ:
- মতামত
- জরিমানা
- অপরাধ
- বিচার ব্যবস্থা
- পাহাড় কাটা