পদ্মার নাব্যতা রক্ষায় রাজশাহীর ডিসি কার্যালয় ঘেরাও

সমকাল রাজশাহী জেলা প্রশাসক কার্যালয় প্রকাশিত: ০১ নভেম্বর ২০২০, ২১:০৩

পদ্মা নদীর নাব্যতা রক্ষা করে পানির স্বাভাবিক প্রবাহ নিশ্চিতের দাবিতে রাজশাহীর জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয় ঘেরাও কর্মসূচি পালন করেছে ওয়ার্কার্স পার্টির নেতাকর্মীরা। রোববার সকালে ওয়ার্কার্স পার্টির রাজশাহী জেলা ও মহানগর শাখার নেতাকর্মীরা এ কর্মসূচি পালন করেন।

নেতাকর্মীরা ডিসির কার্যালয়ের সামনে পদ্মা রক্ষার দাবিতে সমাবেশ করেন। পরে তারা ডিসি আব্দুুল জলিল বরাবর ১৮দফা দাবিতে স্মারকলিপি দেন। স্মারকলিপিটি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ শরিফুল হক গ্রহণ করেছেন।

স্মারকলিপিতে তারা উল্লেখ করেন, রাজশাহীর ইতিহাস-ঐতিহ্য, আবহাওয়া-প্রকৃতি, অর্থনীতিসহ সমস্ত কিছুতেই পদ্মা জড়িয়ে আছে। অবৈধ দখল, বালু উত্তোলনের ফলে পদ্মার গতিপথ বদল হচ্ছে। হুমকির মুখে পড়ছে শহর। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসীনতায় পদ্মার নাব্যতাও হারিয়েছে। প্রতিবেশী দেশ ভারতের একতরফা সিদ্ধান্তের কারণে পদ্মার পানি প্রবাহ কমেছে। শুকিয়ে যাচ্ছে পদ্মার শাখা নদী এবং খাল-বিলগুলো। উত্তরাঞ্চলে মরুকরণ হচ্ছে। এ অবস্থায় পদ্মার নাব্যতা রক্ষা জরুরি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও