বিশ্বনবি যেসব আমলকারীকে জান্নাতি বলেছেন
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ০১ নভেম্বর ২০২০, ১৭:৫৮
জান্নাতে যাওয়ার জন্য শিরকমুক্ত ইবাদত-বন্দেগির বিকল্প নেই। হাদিসে পাকে প্রিয় নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এ সংক্রান্ত অনেক আমলের কথা উল্লেখ করেছেন। আবার বিশ্বনবি নির্দেশিত আমল করার ঘোষণা দেয়া ব্যক্তিকে তিনি জান্নাতি বলে সম্বোধন করেছেন। কী সেই আমল? যে আমল বান্দাকে জান্নাতে নিয়ে যাবে।
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একাধিক হাদিসে জান্নাতি ব্যক্তির ঘোষণা দিয়েছেন। অনেক আমলের কথা বলেছেন। তবে যেসব কাজে জান্নাত সুনিশ্চিত। যে আমল পালনের নিশ্চয়তা দানে জান্নাতের ঘোষণা দিয়েছিলেন বিশ্বনবি; সে সম্পর্কিত দুটি হাদিস তুলে ধরা হলো। হাদিসে এসেছে-