জাতীয় প্রবৃদ্ধি নিয়ে সরকারের পরিসংখ্যান মিথ্যা বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ শুক্রবার সকালে এক সেমিনারে দেশের অর্থনৈতিক অবস্থা তুলে ধরতে গিয়ে বিএনপি মহাসচিব এই মন্তব্য করেন।
তিনি বলেন, ‘আজকে ভারত স্বীকার করে যে, আমার(ভারত) ১০% কমে গেছে প্রবৃদ্ধি । আর এরা(সরকার) বলেছে মিথ্যা কথা ৮-১০% বেড়ে গেছে। জাস্ট ইমাজিন। একটা সরকার কতটা দায়িত্বজ্ঞানহীন হলে তারা জনগণের সঙ্গে মিথ্যা কথা বলে।’
‘কারণটা কী? তাদের জনগণের সঙ্গে সম্পর্ক নেই। এই সরকার সম্পূর্ণভাবে জনবিচ্ছিন্ন সেই কারণেই জনগণের প্রতি তাদের দায়িত্বশীলতা নেই।’
মির্জা ফখরুল বলেন, ‘প্রতিটি ক্ষেত্রে তারা (সরকার) মিথ্যাচার করছেন। প্রণোদনা। আমরা প্রথমে বলেছিলাম এটা শুভংকরের ফাঁকি। তারা বলছেন যে আমরা প্রণোদনা দিচ্ছে। এটা দিচ্ছেন ব্যাংক থেকে। ৮৭% তাদের ছিল ব্যাংক থেকে প্রণোদনা। যাদের টাকাটা দেবে যারা পাবে যদি ব্যাংক খুশি হয়, তারা সন্তুষ্ট হয়ে তাহলেই। ফলে কী হয়েছে? যারা সরকারের সঙ্গে সম্পৃক্ত নয়, যারা ব্যাংকের সঙ্গে বিভিন্ন লেনদেনের সঙ্গে সম্পৃক্ত নয় তারা কিন্তু এই প্রণোদনা পাচ্ছে না। ফলে আমাদের ইনফারমাল সেক্টর যেটা এটা নিঃশেষ হয়ে গেছে, এদের পুঁজি হারিয়ে গেছে। গ্রামীণ অর্থনীতিতে আরও ভয়াবহ অবস্থা হয়েছে, আরবান অর্থনীতিতেও একই অবস্থা হয়েছে। এরা(সরকার) পুরো জিনিসটাকে ঢেকে রাখছে, মিথ্যা কথা বলছে।’
জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে এগ্রিকালচারিস্ট‘স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ(এ্যাব) এর উদ্যোগে ‘কোভিড-১৯ এর চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশের কৃষি সেক্টরে কৌশল নির্ধারণ’ শীর্ষক এই সেমিনার হয়। এতে মূল প্রবন্ধ পাঠ করেন ময়মনসিংহ বাংলাদেশে কৃষি বিশ্ববিদ্যালয়ের পশুপালন অনুষদের ডিন অধ্যাপক একে ফজলুল হক ভুঁইয়া।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.