পুলিশের হাত থেকে মালিককে ছাড়িয়ে নিয়ে গেল পোষা কুুকুর
মানুষের সবচেয়ে বিশ্বস্ত বন্ধু হলো কুকুর। এ ঘটনায় সেই কথা আরেকবার প্রমাণ হয়ে গেল। ডমিনিকান রিপাবলিকের থানায় ঘটে যাওয়ার একটি ঘটনার ভিডিও সে কথাই বলছে। ভিডিওতে দেখা যায়, পুলিশের হাতে আটক হওয়া এক ব্যক্তিকে তার পোষা কুকুর এক প্রকার উদ্ধার করে নিয়ে আসছে থানা থেকে। এক মিনিট ২৬ সেকেন্ডের সেই ভিডিওতে দেখা যায়, রাতের অন্ধকার নেমে এসেছে, রাস্তায় আলো জ্বলছে, এমন অবস্থায় একটি কুকুর রাস্তা থেকে থানায় ঢুকছে।
দরজায় দাঁড়ানো রক্ষীদের দেখে প্রথমে কুকুরটি যেন একটু থমকে যায়। পরে সুযোগ বুঝে ভেতরে ঢুকে পড়ে। কুকুরটির পেছনে পেছনেই থানায় প্রবেশ করে ভিডিও ধারণকারী। ভেতরে তখন এক ব্যক্তির হাতে হাতকড়া লাগিয়ে দাঁড় করিয়ে রেখেছে পুলিশ। তিনি করোনার কারণে জারি হওয়া বিধি নিষেধ ভেঙে রাস্তায় বেরিয়েছিলেন। সেই অপরাধে তাকে থানায় তুলে আনা হয়। ওই ব্যক্তি পুলিশ কর্মীদের কিছু বোঝানোর চেষ্টা করছেন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.